তীব্র গরমে রাজধানীর জনজীবন ‘হাঁসফাঁস

0 302

।। বঙ্গকথন প্রতিবেদন।।

দেশজুড়েই পড়েছে তীব্র গরম। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সূর্যের খরতাপে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোদের তেজে ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই।  অন্যান্য দিনের তুলনায় গত কয়েকদিন ধরে বেড়েছে সূর্যের তাপ। আর এমন গরমে ওষ্ঠাগত রাজধানীর রিকশাচালক ও হকারদের।

সোমবার ২৪ মে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তীব্র গরমে নাজেহাল অবস্থায় রাজধানীর সকল শ্রেণী পেশার মানুষ। শহরে পর্যাপ্ত গাছ আর ছায়াযুক্ত জায়গা না থাকায় কোথাও প্রশান্তির ঠাঁই মিলছে না। একটু বৃষ্টির অপেক্ষায় আছেন রাজধানীবাসী। গরমের মাত্রা এতটাই বেড়েছে যে রাজধানীর গাবতলী রাস্তার পিচ গলে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। রাস্তায় বের হলেই যেন সূর্যের তাপ, তীব্র গরম, লোকজনের ভিড় আর যানবাহনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসে। তীব্র গরমে নাজেহাল অবস্থায় রাজধানীর জনজীবন।  আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে ৩৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা আছে। আজকেও একই রকম। ঢাকায় লোক জন আর গাড়ি বেশী চলায় গরমের অনূভুতি বেশি হয়। তবে ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশের উপকূলে আসলে সারা দেশে ঝড় ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসএফ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More