||বিদেশ-বিভূই প্রতিবেদন||

ইয়েমেন সৌদি জোটের সামরিক অভিযানে গত তিন দিনে ২৬০ জন হুতি বিদ্রোহীর প্রাণহানি ঘটেছে বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মারিব শহরে টানা অভিযানে এসব বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে কমপক্ষে ৩৬টি সাঁজোয়া যান।
ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব অঞ্চলে প্রায় দু’সপ্তাহ ধরে হুথি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালানোর কথা জানিয়েছে সৌদি জোট। এ ধরনের হামলায় গত সপ্তাহে ১৬০ বিদ্রোহীকে হত্যার দাবি করেছিলো তারা। তবে হতাহতের এসব সংখ্যা সম্পর্কে পৃথক কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায় নি বলে জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা। হুথি বিদ্রোহীরাও ক্ষয়ক্ষতি সস্পর্কে খুব একটা মুখ খোলে না।
জেটি//এমএইচ