তিন কারণে শপথ নিচ্ছে না আফগানিস্তানের নতুন সরকার!

0 200

||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||

ঘোষণার পরও নাইন ইলেভেনের দিন শপথগ্রহণ করলো না তালেবান গঠিত আফগানিস্তানের নতুন তত্ত্বাবধায়ক সরকার। এখনো শপথগ্রহণের আনুষ্ঠানিকতা না হবার পেছনের কারণ হিসেবে তালিবানদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, প্রথম অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি শেষ করা যায়নি। এছাড়া চীন-রাশিয়াসহ আমন্ত্রিত দেশগুলোর পক্ষ থেকেও আসেনি যোগদানের ইতিবাচক সাড়া।

পাশাপাশি সরকার গঠনের ঘোষণার কারণে দেশের অন্যান্য জাতিগোষ্ঠীগুলোর চাপে রয়েছে তালেবান। কারণ ৩৩ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভায় অন্য কোনো জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব রাখেন নি তালিবান নেতারা। প্রতিবেশী রাষ্ট্র এবং আন্তর্জাতিক মহল বারবারই সবার অংশগ্রহণের ভিত্তিতে সরকার গঠনের জন্য তালেবানকে তাগিদ দিচ্ছিলো। এসব কারণে কবে নাগাদ নতুন মন্ত্রিসভা শপথ নেবে, সেটি এখনো অস্পষ্ট হয়েই আছে।

এমএইচ//

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More