।। ডক্টর’স চেম্বার প্রতিবেদন।।
ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) সাবেক শিক্ষার্থী ডা. তওফিক এনাম লেনিন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। অস্ত্রোপচারের সময়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। রোববার ৩১ মে রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডা. তওফিক এনাম ময়মনসিংহ মেডিকেল কলেজের ম-৪৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি সন্ধানী ময়মনসিংহ মেডিকেল ইউনিটের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এ সংক্রান্ত অস্ত্রোপচারকালে কার্ডিয়াক অ্যারেস্ট হলে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিলিটি (এফডিএসআর) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোকবার্তায় সংগঠনটি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
এসএফ