||বঙ্গকথন প্রতিবেদন||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শবনম জাহানকে পুনর্বহাল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন। শবনম জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ছিলেন। ২০১৯ সালে ঢাবির ডাকসু ও হল সংসদ নির্বাচনের সময় কুয়েত মৈত্রী হলে ব্যালট পেপার নিয়ে সংঘটিত ঘটনায় ব্যর্থতার জন্য শবনম জাহানকে নিজ পদের এক ধাপ নিচে, অর্থাৎ সহকারী অধ্যাপক পদে অবনমিত করা হয়।
গেলো বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শবনম। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। রুলের ওপর শুনানি নিয়ে আজ রায় ঘোষণা করেন আদালত।
এসএ//আরজে