।।বঙ্গকথন প্রতিবেদন।।
ঢাকায় আইসিইউ না পেয়ে বগুড়ায় এসেও বাঁচতে পারলেন করোনায় আক্রান্ত কুলসুম আরা(৪০)। রোববার সকাল সাড়ে ৮টায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে নেয়ার পথেই মারা যান তিনি। মারা যাওয়া কুলসুম নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ডাকাহার গ্রামের ইমদাদুল হকের স্ত্রী। তিনি পেশায় গৃহিণী ছিলেন।
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, কুলসুম আরা গত ৩ এপ্রিল ঢাকায় করোনায় আক্রান্ত হন। তার তীব্র শ্বাসকষ্ট ছিল। তবে ঢাকায় কোন আইসিইউ সেবা না পাওয়ায় বগুড়ায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু এখানে আইসিইউতে নেয়ার পূর্বেই কুলসুম আরা মারা যান। এদিকে, এই নিয়ে জেলায় করোনায় মোট ২৬৫জনের প্রাণহানি ঘটলো।