||বঙ্গকথন প্রতিবেদন||
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর রামপুরা এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৭ অক্টোবর) রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, নারী সহকর্মীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক ইমন তার সহকর্মীর ব্যক্তিগত কিছু তথ্য ‘গণমাধ্যমের কালোবিড়াল’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেন। এছাড়াও একই বার্তা ও পেজ লিঙ্ক শতাধিক সহকর্মীকে ইনবক্সে পাঠিয়েছেন বলে অভিযোগ করেছেন তার ওই নারী সহকর্মী।
জেটি//এমএইচ