ডিভোর্সের ১ মাস পর নতুন বিয়ে করলেন গায়িকা পুতুল

0 409

গেল মার্চ মাসেই জানিয়েছিলেন ডিভোর্সের খবর। ২০১৯ সালের বিয়ে ভেঙে গেছে তার। এবার ক্লোজআপ ওয়ান তারকা পুতুল জানালেন দ্বিতীয় বিয়ের খবর।

পাত্র অস্ট্রেলিয়া প্রবাসী সৈয়দ রেজা আলী। বিয়ের খবরটি ফেসবুকেই জানিয়েছেন পুতুল। সেখানে দীর্ঘ স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বিবাহিত জীবনটা সহজ, এ কথা যে বলে সে হয় অপরিণত, না হয় বোধহীন। কঠিন সমীকরণের বৈবাহিক জীবনকে আমরা নিজেদের সূত্রে সহজ করার চেষ্টা করতে পারি বড়জোর। বাকিটা সৃষ্টিকর্তার কৃপা। জীবনটা উদ্ভট এবং নাটকীয় না হলে আজকের এমন একটা পরিকল্পনাবিহীন দিনে আমাদের এক হবার কোনো কারণ ছিলো না।’

পাত্রের পরিচয় দিয়ে পুতুল যোগ করেন, ‘সৈয়দ রেজা আলী আমার গানবন্ধু বহু দিনের। অস্ট্রেলিয়াতে তার বেড়ে ওঠা। সেখানেই ব্যাংকার তিনি। তিনি একজন মিউজিক কম্পোজারও, দুর্দান্ত মেধাবী একজন গিটারিস্ট। তার কম্পোজিশনে সম্প্রতি বেশ কিছু গান গাওয়া হয়েছে। আমাদের গানের বহু বছরের বন্ধুত্বকে নতুন একটা মাত্রা দেয়ার কথা ভাবেন রেজার বাবা মা। তাঁদের কাছ থেকে বরাবরই সীমাহীন স্নেহ ভালোবাসা পেয়েছি।

আমাদের দুজনের পরিবারের বড়দের ইচ্ছা অনুসারে একেবারেই ঘরোয়াভাবে শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘন্টাখানেকের প্রস্তুতিতে বিয়ে! দেশজুড়ে লকডাউনের পূর্বক্ষণে এতোটা আকস্মিকভাবে বিয়ের মতো একটা ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না কেউ।’

পুতুলের বিয়ের খবর শুনে তাকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

স্ট্যাটাসে বরের সঙ্গে ছবি দিলেও বিয়ের তারিখ উল্লেখ করেননি পুতুল।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More