ডিপিএল প্রিমিয়ার লিগের প্রথম পাঁচ রাউন্ডের সময় সূচি

0 166

||খেলার মাঠ প্রতিবেদন||

আন্তর্জাতিক সূচির ব্যস্ততা শেষ করে ঘরোয়া মৌসুম শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। সোমবার থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেট। করোনা পরিস্থিতির কারণে পঞ্চাশ ওভারের বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এবারের ডিপিএল।

রোববার টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ঘোষণার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে প্রথম পাঁচ রাউন্ডের সূচি প্রকাশ করেছে আয়োজক সিসিডিএম। আসরের উদ্বোধনী দিনে মাঠে নামবে অংশগ্রহণকারী সবকয়টি দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে লড়বে আবাহনী লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।

একইসময় বিকেএসপির তিন নম্বর মাঠে লেজেন্ডস অব রুপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস স্পোর্টস এবং চার নম্বর মাঠে খেলবে প্রাইম দোলেশ্বর ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। দিনের পরের ম্যাচগুলো হবে দুপুর দেড়টা থেকে। অর্থাৎ প্রতিদিন প্রতিটি মাঠে দুইটি করে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথম পাঁচ রাউন্ডের সূচি মোতাবেক টানা দুইদিন হবে দুই রাউন্ডের খেলা। এরপর রাখা হয়েছে একদিন বিরতি। পরে আবার টানা দুইদিন রয়েছে তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা। যা শেষে একদিন বিরতি দিয়ে আবার হবে পঞ্চম রাউন্ডের ম্যাচগুলো। দিনের প্রথম ম্যাচ সকাল ৯টা এবং পরেরটি হবে দুপুর দেড়টা থেকে।

এবারের ডিপিএলে জাতীয় দলের প্রায় সব তারকা খেলোয়াড়কেই পাওয়া যাবে। আবাহনীতে রয়েছেন মুশফিকুর রহীম, লিটন দাসসহ এক ঝাঁক জাতীয় দলের খেলোয়াড়। মোহামেডানে দেখা যাবে সাকিব আল হাসান, তাসকিন আহমেদদের। তামিম ইকবাল রয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে আর মাহমুদউল্লাহ রিয়াদের দল গাজী গ্রুপ ক্রিকেটার্স।

এখনও অনিশ্চয়তা রয়েছে লিগে মাশরাফি বিন মর্তুজার অংশগ্রহণ নিয়ে। তিনি রয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। এছাড়া খেলাঘর সমাজকল্যাণ সমিতিতে মেহেদি হাসান মিরাজ, লেজেন্ডস অব রুপগঞ্জে নাইম ইসলাম, ব্রাদার্স ইউনিয়নে আছেন জুনায়েদ সিদ্দিকীরা।

৩১ মে
ভেন্যু: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম
আবাহনী-পারটেক্স (সকাল ৯টা), শেখ জামাল-খেলাঘর (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৩ নম্বর মাঠ
রূপগঞ্জ-ওল্ড ডিওএইচএস (সকাল ৯টা), প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৪ নম্বর মাঠ
প্রাইম দোলেশ্বর-ব্রাদার্স (সকাল ৯টা), মোহামেডান-পারটেক্স (দুপুর দেড়টা)

১ জুন
ভেন্যু: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম
প্রাইম দোলেশ্বর-খেলাঘর (সকাল ৯টা), শেখ জামাল-গাজী গ্রুপ (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৩ নম্বর মাঠ
রূপগঞ্জ-ব্রাদার্স (সকাল ৯টা), মোহামেডান-পারটেক্স (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৪ নম্বর মাঠ
আবাহনী-ওল্ড ডিওএইচএস (সকাল ৯টা), প্রাইম ব্যাংক-শাইনপুকুর (দুপুর দেড়টা)

৩ জুন
ভেন্যু: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম
প্রাইম ব্যাংক-মোহামেডান (সকাল ৯টা), আবাহনী-ব্রাদার্স (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৩ নম্বর মাঠ
প্রাইম দোলেশ্বর-গাজী গ্রুপ (সকাল ৯টা), শেখ জামাল-শাইনপুকুর (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৪ নম্বর মাঠ
রূপগঞ্জ-খেলাঘর (সকাল ৯টা), ব্রাদার্স-পারটেক্স (দুপুর দেড়টা)

৪ জুন
ভেন্যু: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম
প্রাইম দোলেশ্বর-শাইনপুকুর (সকাল ৯টা), শেখ জামাল-মোহামেডান (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৩ নম্বর মাঠ
ব্রাদার্স-ওল্ড ডিওএইচএস (সকাল ৯টা), আবাহনী-খেলাঘর (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৪ নম্বর মাঠ
রূপগঞ্জ-গাজী গ্রুপ (সকাল ৯টা), প্রাইম ব্যাংক-পারটেক্স (দুপুর দেড়টা)

৬ জুন
ভেন্যু: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম
খেলাঘর-ওল্ড ডিওএইচএস (সকাল ৯টা), আবাহনী-গাজী গ্রুপ (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৩ নম্বর মাঠ
রূপগঞ্জ-শাইনপুকুর (সকাল ৯টা), ব্রাদার্স-পারটেক্স (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৪ নম্বর মাঠ
প্রাইম দোলেশ্বর-মোহামেডান (সকাল ৯টা), শেখ জামাল-প্রাইম ব্যাংক (দুপুর দেড়টা)

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More