||উপজেলা প্রতিবেদক, (শেরপুর) বগুড়া||
বগুড়ার শেরপুরে মালবোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাটির আরো তিন যাত্রী। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত যাত্রী মিজানুর রহমানের (৩৫) বাড়ি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায়। শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, বগুড়া থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা বগুড়া-ঢাকা মহাসড়ক হয়ে শেরপুর শহরের দিকে যাচ্ছিলো। মহাসড়কের দশমাইল এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত সটকে পড়ে। ঘটনাস্থলেই মিজানুর রহমান মারা যান। দুর্ঘটনায় আহত অটোরিকশার বাকি তিন যাত্রী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান এই কর্মকর্তা।
উপজেলা//এমএইচ