|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
ধনকুবের ইলন মাস্কের গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত ও সাবেক ছয় নারী কর্মী।

অপ্রত্যাশিতভাবে স্পর্শ, উত্ত্যক্ত করাসহ বেশ কয়েকটি অভিযোগে মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার একটি আদালতে এ মামলা করেন তারা।
মামলায় বলা হয়েছে, টেসলার কারখানাটিতে সহকর্মী, এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তারা নারী কর্মীদের শারীরিক গঠন নিয়ে অশালীন মন্তব্য, দৈহিক সম্পর্কের প্রস্তাব এমনকি আপত্তিকরভাবে স্পর্শও করে আসছেন । মামলার বাদি ছয় নারীর মধ্যে পাঁচজন টেসলার ফ্রেটমন্ট কারখানায় আর বাকী একজন ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে একটি সার্ভিস সেন্টারে কাজ করতেন কেউ আবার কর্মরত আছেন।
টেসলায় কাজ করার সময় সহকর্মীদের বাজে মন্তব্য ও আচরনের কারণে ১৮ বছর বয়সী এক নারী চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন বলেও অভিযোগ করা হয়।
এর আগেও কৃষ্ণাঙ্গ বর্ণবাদের অভিযোগে মামলা হলে ১৩ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ গুনতে হয়েছিলো প্রতিষ্ঠানটিকে। এখন পর্যন্ত টেসলা এ অভিযোগ ও মামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
জেটি//আরজে