||বঙ্গকথন প্রতিবেদন||
বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিজ্ঞাপনের মূল্য ৩০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স- অ্যাটকো। সোমবার (০৮ নভেম্বর) রাজধানীর বনানীতে এসএফবিএল টাওয়ারে নবনির্বাচিত কার্যকরী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী।
অ্যাটকো বলছে, বহুজাতিক কোম্পানিসহ অন্য বিজ্ঞাপনদাতারা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বিজ্ঞাপনের দর কমিয়ে দেয়ার চেষ্টা করছেন। অনেক চ্যানেলকে বিজ্ঞাপনদাতারা জানিয়ে দিয়েছেন ২০ থেকে ৩০ শতাংশ বিজ্ঞাপন মূল্য কমিয়ে দেয়া হবে। এ ধরনের আঘাত এলে চ্যানেল টিকিয়ে রাখা সম্ভব নয়। এর প্রেক্ষিতে অ্যাটকোর সভা থেকে বিদ্যমান বিজ্ঞাপন দর ৩০ ভাগ বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেটি//এমএইচ