।। বঙ্গকথন প্রতিবেদন।।
রাজধানীর বাজারে তেল, চিনি, চাল, ডাল, আটা-ময়দাসহ প্রয়োজনীয় নিত্যপণ্য বেশি দামে বিক্রি হচ্ছে। আগামী ১৪ই এপ্রিল থেকে রমজান শুরু হচ্ছে। এই রমজান ও সরকার ঘোষিত লকডাউন ঘিরে আরেক দফা বেড়েছে পণ্যের দাম। এ কারণে সাধারণ জনগণ ন্যায্যমূল্যে টিসিবি’র (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য কিনতে ভিড় করছেন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের। তবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সোমবার সকাল থেকে মতি?ঝিল শাপলা চত্বরের সামনে টিসিবি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করে।
সরজমিন দেখা গেছে, কেউই সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়াচ্ছেন না। গায়ে গা লাগিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। তবে মাস্ক পরেছেন ক্রেতারা। কিন্তু লাইনের পাশে থাকা অনেককেই মাস্ক খুলে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পণ্য কিনতে আসা আজগর বলেন, বেলা সাড়ে ১১টা থেকে দাঁড়িয়ে আছি। এখন ১২টা ২০ মিনিট। এখনো পণ্য কিনতে পারিনি। যে দীর্ঘ লাইন, আরো কিছুক্ষণ সময় লাগবে।
এসএফ