।।জেলা প্রতিবেদক টাঙ্গাইল।।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাস চালক মোমিন এবং একই উপজেলার সহকারী চালক বাধন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস রাত ১১টার দিকে ভাতকুড়া নামক স্থানে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এটি দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে সামনের অংশ ভেঙে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও তার সহকারী নিহত হন। পরে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
এসএফ