||খেলার মাঠ প্রতিবেদন||
মেটজকে ৩-১ গোলে হারিয়ে ফরাসি লিগের শীর্ষে ফিরে এসেছে পিএসজি। এমন উপলক্ষ্যে তো খুশিই হওয়ার কথা কোচ মরিসিও পচেত্তিনোর। কিন্তু বাস্তবে তিনি খুশি হতে পারছেন না আদৌ। তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে যে ম্যাচের শেষদিকে চোট নিয়ে মাঠ ছেড়েছেন।
বলের দখলে এগিয়ে থেকে ম্যাচ শুরু করা পিএসজি প্রথম গোলটা পায় এই এমবাপের সৌজন্যেই। চতুর্থ মিনিটে আন্দ্রার হেরেরার লম্বা বলে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে গোলটা করেন তিনি। বিরতির আগে আর গোল পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতে অনেকটা ধারার বিপরীতে গিয়ে গোল পায় স্বাগতিক মেটজ।
তবে সে সমতা টেকেনি বেশিক্ষণ। ৫৮ মিনিটে নেইমারের পাস থেকে এমবাপের করা গোল পিএসজিকে এগিয়ে দেয় আবারও। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে মেটজের কফিনে শেষ পেরেকটা ঠোকেন মাউরো ইকার্দি।
তবে এর আগে পিএসজি কোচের কপালে চিন্তার ভাঁজ ফেলে চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপে। যদিও কোচ পচেত্তিনো বলছেন, ‘আমরা আশা করছি, এটা খুব সিরিয়াস কিছু নয়। কিলিয়ানকে যখন তুলে নেওয়া হচ্ছিল, সে বেশ শান্তই ছিল। কিন্তু আমরা জানি, একটা মামুলি চোটও কেমন বেদনাদায়ক হয়ে থাকে।’
চলতি মৌসুমে লিগ ও কাপ জয়ের পাশাপাশি পিএসজির সামনে সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ‘ট্রেবল’ পূর্ণ করার। তবে তার আগে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আসরে সেমিফাইনালে হারাতে হবে ম্যানচেস্টার সিটিকে। কোচ পচেত্তিনো জানালেন, ‘আমরা জানি, আমরা ঠিক পথে আছি। আরও এক মাস প্রতিযোগিতামূলক ফুটবল বাকি আছে। আমরা এখনো কাপে আছি, লিগে আছি, চ্যাম্পিয়ন্স লিগেও আছি। তিনটি শিরোপা জেতারই চেষ্টা করব আমরা। আমরা মৌসুম শেষে যে লক্ষ্য নির্ধারণ করেছি, তা পূরণ করতে চাই।’