||বঙ্গকথন প্রতিবেদন||
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। বুধবার দুপুরে শহরের নবাববাড়ী সড়ক এলাকায় জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, মাফতুন আহমেদ খান রুবেল, এমআর ইসলাম স্বাধীনসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বক্তারা বলেন, অবৈধ সরকার অবৈধ পন্হায় জিয়াউর রহমানের খেতাব বাতিল করেছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন কলঙ্ক রচনা করলো। বক্তারা অবিলম্বে এই রাষ্ট্রীয় খেতাব ফিরিয়ে দেয়ার দাবিও জানান সমাবেশ থেকে।
এমএইচ//