||রাজ-কথন প্রতিবেদন||
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা গেছেন। শনিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজধানীর শ্যামলীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই মন্ত্রী।
দলীয় সূত্র জানিয়েছে, জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা বৈঠকে বসে বাবলুর জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এর আগে ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষে প্রচারণা চালাতে সিলেটে অবস্থান করেন জিয়াউদ্দিন বাবলু। ঢাকায় ফিরে অসুস্থ বোধ করলে ও উপসর্গ দেখা দিলে ৬ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করায় পজেটিভ শনাক্ত হয় তার। তখন তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় বাবলুকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান তিনি। সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা বাবুল দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।
এমএইচ//