||উপজেলা প্রতিবেদক, ধুনট (বগুড়া)||
‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ১১টায় ধুনট উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সহ-সভাপতি রেজাউল হক মিন্টু, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার মনিরুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী ফরিদুল আলম, ছালেজ্জামান বুলবুল, আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম, লুৎফর রহমান, নাজমুল হক, অফিস সহকারী সুরভী আক্তার তনু ও কারিগরি প্রশিক্ষক সজীব আহম্মেদ।
উপজেলা//এমএইচ//