।।বঙ্গকথন প্রতিবেদন।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপার্চায় হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো. মশিউর রহমান। আগামী চার বছরের জন্য তাকে এ পদের জন্য নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
প্রফেসর ড. মশিউর রহমান বিশ্ববিদ্যালয়টির সাবেক উপ উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে ড. মশিউর রহমানের শিক্ষকতা জীবন শুরু। তিনি সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তাঁর বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মিরহার গ্রামে।
এসএফ/