জাতীয় কবিকে নিয়ে আলোচনা বগুড়া লেখক চক্রের

0 263

||বঙ্গকথন প্রতিবেদন||

বিদ্রোহের প্রতীক-জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে তার জীবন ও কর্ম প্রসঙ্গে আলোচনার আয়োজন হয়েছে বগুড়ায়। শুক্রবার বগুড়া লেখক চক্র শহরের বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় সংগঠনের কার্যালয়ে এই আয়োজন করে।

বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে কজিকে নিয়ে আলোচনায় অংশ নেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, কবি-প্রাবন্ধিক আবদুল্লাহ ইকবাল, কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের, কথাসাহিত্যিক সাজাহান সাকিদার, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, শিশু সংগঠক অ্যাডভোকেট পলাশ খন্দকার, কবি শিবলী মোকতাদির, কথাসাহিত্যিক কবীর রানা এবং কবি-সাংবাদিক মামুন রশীদসহ স্থানীয় লেখকরা।

কবির সাহিত্য নিয়ে আলোচনায় অংশ নেন শৈবাল নুর, আব্দুল মতিন, প্রতত সিদ্দিকী, আমির খসরু সেলিম ও রতন খান। এস এম আসিনুর রহমানের সঞ্চালনায় এই আয়োজনে কবি নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন শাহানূর শাহীন, আবু রায়হান, রনি বর্মন এবং শুভ্রা সাহা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More