|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
১২ ঘণ্টার মধ্যে ভারতে আঘাত হানবে ঘূর্ণিঝড় জাওয়াদ। এদিকে ভারতের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ৪ ডিসেম্বর সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ কিলোমিটার। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঝুঁকিতে রয়েছে ওড়িশা।
তবে উত্তরাঞ্চল থেকে বাতাসের গতিবেগ বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে দুর্বল হয়ে আঘাত হানতে পারে মনে করছেন বিশেষজ্ঞরা।
আগামী সোমবার পর্যন্ত ভারি বৃষ্টিপাত স্থায়ী হবার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়া ঝড়ের আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন রাজ্যে জারি হয়েছে রেড এলার্ট। উপকূল থেকে জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যাবার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মোতায়েন করা হয়েছে ফায়ার সার্ভিস।
জেটি//আরজে