।।জেলা প্রতিবেদক নাটোর।।
জলাধার সংরক্ষণ আইন ২০০০-এর ৩৬ ধারা অনুযায়ী কোনো পুকুর, জলাশয়, খাল, লেক ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইনেও নিষিদ্ধ। কিন্তু অভিযোগ উঠেছে নাটোর শহরের সরকারি রানীভবানী মহিলা কলেজের পেছনে এ আইন অমান্য হচ্ছে। শহরের কাপুড়িয়াপট্টির গোলাম আজম নামে এক ব্যক্তি জলাশয় ভরাট করে চারতলা ভবন নির্মাণে নেমেছেন। এ নিয়ে ক্ষুব্ধ শহরের বিভিন্ন অঙ্গনের মানুষ। জলাশয়টি ভরাট না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি জেলা প্রশাসক এবং নাটোর পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন বিভিন্নজন।
তবে এ রির্পোট সংগ্রহ করতে গেলে চড়াও হন এবং মামলা করারও হুমকি দেন গোলাম আজম ও তার ছেলে। এদিকে নাটোর জেলা প্রশাসনের নির্দেশনায় সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ওই জায়গার ওপর ভরাট কাজ বন্ধ করার নির্দেশ দেন।
এসএফ