||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
জর্ডানের পার্লামেন্টে অধিবেশন চলাকালে আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তর্ক–বিতর্ক ও উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে কয়েকজন আইনপ্রণেতা পরস্পরকে মারামারির পর্যায়ে জড়িয়ে পড়েন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২৮ ডিসেম্বর দেশটির পার্লামেন্টে অপ্রীতিকর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পার্লামেন্টের স্পিকার একজন সদস্যকে ফ্লোর ত্যাগ করতে বললে অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। আইনপ্রণেতাদের মধ্যকার মৌখিক বিবাদ মারামারিতে গড়ায়।
খবরে বলা হয়, এ ঘটনায় কেউ আহত হননি।
অধিবেশনের প্রত্যক্ষদর্শী আইনপ্রণেতা খলিল আতিয়েহ বলেন, একটি বিবাদের জেরে বেশ কয়েকজন আইনপ্রণেতা এমন অপ্রীতিকর ঘটনায় জড়ান। এ আচরণ আমাদের জনগণের কাছে অগ্রহণযোগ্য। এ আচরণ আমাদের দেশের সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।
এসএ//এফএস