||উপজেলা প্রতিবেদক, শিবগঞ্জ (বগুড়া)||
বগুড়ার শিবগঞ্জে জমিজমার বিরোধে চাচার মারপিটে ভাতিজার মৃত্যু হয়েছে। সোমবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন মাহতাব আলী নামের ওই কিশোরের মৃত্যু হয়। এর আগে ৮ জানুয়ারি উপজেলার কৃষ্ণপুর গ্রামে জমি-জমার বিরোধের জেরে মারপিটের শিকার হয় মাহতাব।
শিবগঞ্জ থানা পুলিশ জানায়, ৮ জানুয়ারি উপজেলার দেউলী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম জমি-জমার বিরোধের জেরে তার ভাতিজা স্থানীয় রহবল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহতাব আলীকে বেধড়ক মারপিট করেন। পরে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। সোমবার বিকেলে চিকিৎসাধীন মাহাতাব মারা যায় সেখানে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ।
এমএইচ//