।। রাজকথন প্রতিবেদন।।
বাংলাদেশের রাজনীতিতে বিএনপির থাকা না থাকা নিয়ে জনগণের কোন আগ্রহ নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের আস্থার তীব্র সংকটে ভুগছে। বুধবার ২ জুন নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরা চাই, বিএনপি থাকুক। তবে অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করুক,সরকারের গঠনমুলক সমালোচনা করুক।” দেশে বিএনপি রাজনৈতিক ভাবে সোচ্চার আছে নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি আছে তবে ভিন্ন কায়দায়। তাইতো জনগণ মনে করে বিএনপি আছে বলে ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাসও আছে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতাই বেগম জিয়ার সাজা স্থগিত করে তাঁকে বাসায় চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।তাদের মাঝে এতটুকু কৃতজ্ঞতাবোধও নেই।”
সরকারের পায়ের নিচে মাটি নেই, সরকার গণবিচ্ছিন্ন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিচ্ছিন্নতার মাপকাঠি কী? নির্বাচনই যদি মাপকাঠি হয় তাহলে সাম্প্রতিক নির্বাচন, উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য প্রায় সব নির্বাচনে প্রমাণ হয়েছে জনগণ কার সাথে আছে। ভবিষ্যতেও প্রমাণ হবে জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনের সাথে আছে, নাকি বিএনপির সাথে আছে।
এসএফ