||বঙ্গকথন প্রতিবেদন||
আর্জেন্টাইন শিল্পী লিয়ান্দ্রো গ্রানাতো বিশ্বে প্রথমবার সাড়া জাগিয়েছিলেন ৮ বছর আগে তার আকাঁনো এক ছবির মাধ্যমে। চোখের জলে রং মিশিয়ে সেই রং অশ্রুর মতো ফেলে ফেলে তাকে ছবি আঁকতে দেখে অবাক হয়েছিলেন সবাই৷ নিজের আঁকা সেই ছবিসহ জনপ্রিয় কিছু ছবি নিজেই ঘরে তৈরি বিস্ফোরক দিয়ে ধ্বংস করে দিয়েছেন এই শিল্পী।

৩ অক্টোবর বুয়েন্স আইরেসের এক মাঠে তার আকাঁনো ছবিগুলোর মধ্যে পাঁচটি ছবি ছিন্নভিন্ন করে দেন লিয়ান্দ্রো যার দাম ধরেছিলেন ৭০ হাজার ডলার৷ লিয়ান্দ্রো জানান, পাঁচটির মধ্যে দুটি বিক্রি হয়ে গেছে, দুটো কেনার জন্য বুক করে রেখেছেন দুই ক্রেতা৷ যারা কিনছেন বা কিনবেন তাদের বিস্ফোরকে ওড়ানো ছবির টুকরো পাঠাবেন লিয়ান্দ্রো। ক্রেতারা তাতেই খুশি! সুতরাং সব ছবি নষ্ট করলেও সব টাকা মোটেও নষ্ট হচ্ছে না।
লিয়ান্দ্রো এবং তার ক্রেতারা চান ছবিগুলো যাতে ক্যানভাসে না থেকে শুধু ডিজিটাল দুনিয়ায় থাকে৷ নন ফান্জিবল টোকেন বা এনএফটি শিল্পকর্মের কদর দিন দিন বাড়ছে৷ কোনোদিনই ফাঙ্গাস বা ছত্রাক পড়বে না তাকে বলা হয় নন ফাঞ্জিবল ছবি ৷ তাই এভাবে ছবি রাখাকে নিরাপদ মনে করছেন অনেকেই৷ এ কারণেই লিয়ান্দ্রো গ্রানাতো ঠিক করেছেন ছবি বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেবেন৷ তারপর ছত্রখান হয়ে যাওয়া ছবির যে অংশগুলো পাবেন, সেগুলোই পাঠিয়ে দেবেন ক্রেতার কাছে৷
এসএ//