|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
বিশ্বের অন্যতম জনপ্রিয় ‘কোরআন মজিদ’ অ্যাপ সরিয়ে নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। চীনে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ‘ অনুরোধের পর টেক জায়ান্ট অ্যাপল সরিয়ে নিয়েছে অ্যাপটি। এর রিভিউর সংখ্যা দেড় লাখের মতো। চীনের অ্যাপস্টোর থেকে মুছে দিলেও বিশ্বের অন্যান্য স্থানের অ্যাপস্টোরে এখনও আছে অ্যাপটি।
চীন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এখনো কোন মন্তব্য করে নি।
এক বিবৃতিতে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান পিডিএম বলেছে, ‘অ্যাপল জানিয়েছে, কোরআন মাজীদে অবৈধ কনটেন্ট থাকায় চীনে অ্যাপ স্টোর থেকে এটি সরিয়ে ফেলা হয়েছে।’ ‘বিষয়টি সমাধানের জন্য আমরা চীনের সাইবার স্পেস বিভাগের সঙ্গে আলোচনার চেষ্টা করছি।’
এর আগে বৃহস্পতিবার চীন সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে দেশটিতে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকড ইন বন্ধ করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট।
এসএ//এমএইচ