চীন থেকে উপহারের ৬ লাখ ডোজ টিকা আনতে দেশটিতে গেছে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ দুটি উড়োজাহাজ। রোববার এসব টিকা দেশে পৌঁছানোর কথা রয়েছে।
সকালে চীনা ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, বেইজিং এয়ারপোর্ট থেকে উড়োজাহাজ দুটি টিকা নিয়ে অবতরণের জন্য প্রস্তুত।
অন্যদিকে ঢাকার চীনা দূতাবাস তাদের ফেসবুক পেজে জানিয়েছে, উপহারের ৬ লাখ টিকা ঢাকায় আসার জন্য বিমানে লোড করা হয়েছে।
চীনের উপহারের টিকা আনতে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিশেষ উড়োজাহাজ শনিবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানগুলো উপহারের টিকা নিয়ে রোববার দেশে ফিরে আসার কথা রয়েছে।
এর আগে গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠায় চীন। এর ৯ দিনের মাথায় ২১ মে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে টেলিফোনে জানান, চীন বাংলাদেশকে উপহার হিসেবে আরও ছয় লাখ ডোজ টিকা দেবে।