||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়ায় চালের বস্তায় রাখা ৬৮ বোতল ফেন্সিডিলসমেত এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। নজিব হোসেন ওরফে ওলিউল্লাহ নামের ওই যুবক চালের বস্তায় করে ফেন্সিডিলগুলো জয়পুরহাট থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলো বলে জানিয়েছেন পুলিশ।
সদর থানা পুলিশ জানায়, নজিব হোসেনের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি থানার আমিরপুর গ্রামে। রোববার মাঝরাতে শহরের মাটিডালি বিমান মোড় এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুলিশ তাকে আটক করে। তার পায়ের কাছে রাখা চালের বস্তা থেকে ৬৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। সোমবার মামলা দায়েরর পরে আদালতের মাধ্যমে এই মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।
এমএইচ//