চার হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল প্রাণ

0 171

পবিত্র মাহে রমজান উপলক্ষে  ৪ হাজার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার ও সাহরির খাদ্যসামগ্রী পৌঁছে  দিয়েছে প্রাণ ড্রিংকিং ওয়াটার । রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লাচ্ছা সেমাই ও প্রাণ ড্রিংকিং ওয়াটার।

প্রাণ ড্রিংকিং ওয়াটার-এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আল-আমিন শিকদার বলেন, ১৫-২৪ রমজানের মধ্যে আমাদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ‘ইফতার হোক সবার’ ক্যাম্পেইনের অধীনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এবং ঢাকার বাইরে ঝিনাইদহ, দিনাজপুর ও কুড়িগ্রামে খাদ্যসামগ্রী বিতরণ করে প্রাণ ড্রিংকিং ওয়াটার।

প্রাণ ড্রিংকিং ওয়াটার-এর প্রধান বিপণন কর্মকর্তা তন্ময় দাস জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই রমজানে আমরা প্রাণ ড্রিংকিং ওয়াটার বিক্রির মুনাফার একটি অংশ অসহায়দের জন্য ব্যয় করার উদ্যোগ নিয়েছি। অসহায় ও দুস্থ মানুষদের মাঝে খাদ্যপণ্য তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More