||বঙ্গকথন প্রতিবেদন||
শিক্ষাবর্ষ নষ্ট না করে সংক্ষিপ্ত সিলেবাসে ক্লাস নিয়ে পরীক্ষা নেয়াসহ চার দফা দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। রোববার বগুড়ার সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেন।
বেলা সাড়ে ১১টার দিকে শহরের কলোনী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা। শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি শুরু করেন তারা।

মানববন্ধন চলাকালে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রাকিবুল ইসলাম, নাফিউল ইসলাম, তাহসান ইসলাম, সাইফুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, ইব্রাহীম, সাকিব, শুভ, তন্ময়, বাঁধন, জিম সারজিল ইসলাম, আনিসুল ইসলাম, ফেরদৌস, রনি, রাজিব সামী, অমিত, জয়নুল, আল আমিন, জাহিদ, তানভীর, সজিব, আবু নাহিয়ান, সাকিব হাসান শুভ, নাফিউল ইসলাম এবং অনিমেষ।
শিক্ষার্থীরা বলেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে করোনার কারণে অনেক আগে অনলাইনে ক্লাস শুরু হলেও কিছু পলিটেকনিকে শুরু হয়েছে গত সপ্তাহে। এই অবস্থায় কোনো প্রস্তুতি ছাড়াই তড়িঘড়ি সেমিস্টার পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে বিভিন্ন পলিটেকনিক। এতে বিপাকে পড়তে যাচ্ছেন পলিটেকনিকের হাজার হাজার শিক্ষার্থী। শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ নষ্ট না করে সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে বন্ধ থাকা সেমিস্টাগুলোর ক্লাস চালুর পর পরীক্ষা নেয়া, সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার ও বেসরকারি পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করা এবং সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের আসন বাড়ানোর দাবি জানান সমাবেশ থেকে।
এমএইচ//