||বঙ্গকথন প্রতিবেদক||
চাকুরি দেয়ার কথা বলে গৃহবধূকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ চেষ্টা ও মারপিটের অভিযোগে এক বেকারি ম্যানেজারকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। মঙ্গলবার শহরের সুত্রাপুর এলাকা থেকে মামুন নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, ভূক্তভোগী গৃহবধূ এজাহারে বলেছেন-স্বামীল সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে ছিলেন। এসময় তার পূর্ব পরিচিত শহরের একটি বেকারির ম্যানেজার মামুন তাকে মোবাইলফোনে জানান, বেকারিতে চাকরি করতে চাইলে তার হাতে চাকরি আছে। চাকরির বিষয় নিয়ে মামুন এই গৃহবধূর মায়ের সাথেও কথা বলেন। ১৬ আগস্ট অভিযুক্ত ম্যানেজার ওই গৃহবধূকে শহরের মাটিডালি মোড় এলাকায় আসতে বলেন। সেখান থেকে চাকরি নিয়ে কথা বলার জন্য বেকারিতে যাবার কথাও হয় তাদের। মাটিডালি মোড়ে আসার পর মামুন তাকে সেখানকার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ গৃহবধূর। একপর্যায়ে তাকে মারপিট করলে তার চিৎকার-চেঁচামেতিতে হোটেলের লোকজন জড়ো হলে মামুন কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে হোটেল থেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে বাবার বাড়ি ফেরেন ওই গৃহবধূ। সপ্তাহ খানেক পর থানায় মামলা দায়ের করলে মামুনকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি।
এমএইচ//