।।জেলা প্রতিবেদক নাটোর।।
নাটোরের সিংড়া পৌর শহরের দিনমজুর আব্দুল জোব্বার হঠাৎ অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। হতদরিদ্র সংসারের হাল এখন তার সহধর্মিণী হাসিনা বেগমের (৪৫) কাঁধে। উত্তর দমদমা মাঠের একটি সরকারি খালে ৫ কাটা বোরো ধান লাগিয়েছেন। কিন্তু অল্প জমি হলে যা হয়। কোনো শ্রমিকের চোখেই যেন ধরে না। অবশেষে সেই নারীর আকুতি শুনলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার ভোরে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের ভিপি সবিজ ইসলাম জুয়েলের নেতৃত্বে অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মী স্বেচ্ছায় ওই নারীর ধান কেটে দেন।
পরে পাশের দরিদ্র আরও তিন কৃষক আব্দুল মান্নান, মোস্তাফিজুর ও আরিফ হোসেনের দুই বিঘা জমির ধান কেটে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। রোজা থেকে হতদরিদ্র কৃষকের জমির ধান কেটে দেওয়ায় এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের ভিপি সবিজ ইসলাম জুয়েল বলেন, বিগত দিনের বন্যা ও করোনায় মানুষের বিপদে-আপদে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চলনবিলের অল্প জমি হলেই শ্রমিকরা ধান কাটতে চায় না। তাই প্রতি বছরের ন্যায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে চলনবিলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ।
এসএফ