ঘূর্ণিঝড় গুলাবে রেড অ্যালার্ট জারি পশ্চিমবঙ্গে

0 201

||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||

ক্রমে আরো শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় গুলাব। এর জেরে পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদফতর। রাজ্যের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। নিচু এলাকায় পানি জমতে পারে বলেও জানাচ্ছে স্থানীয় আবহাওয়া দফতরগুলো।

স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভারতের আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, রেড অ্যালার্ট জারিকৃত এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতে শঙ্কা এথনো প্রবল। এর ফলে বুধবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এ দিকে, এরই মধ্যে এই রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বুধবারের মধ্যে নিম্নচাপ আরো শক্তিশালী হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এরই মধ্যে পুনে এবং হায়দরাবাদে নদীতে পানির স্তর বাড়ছে আশঙ্কাজনকভাবে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।

এমএইচ//

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More