||উপজেলা প্রতিবেদক, শেরপুর, বগুড়া||
বগুড়ার শেরপুরে ঘুমন্ত স্বামীর গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী লাকী আক্তারের বিরুদ্ধে। সোমবার উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর বিলনোথার গ্রামে এ ঘটনা ঘটেছে। এদিকে তজমল হোসেনকে (৩৫) গুরুতর আহত অবস্থায় তার পরিবারের সদস্যরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা এখনো আশঙ্কাজনক রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত স্ত্রী লাকী আক্তার বলেন, গলায় ছুরি চালানোর মতো কোনো ঘটনা তিনি ঘটাননি। ওইদিন তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে ধারালো কোনো কিছুর দ্বারা তার স্বামীর গলা কেটে রক্ত বের হতে পারে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাই। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত পরবর্তী স্ত্রী বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
জেটি//এফএস