|| সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||
মডেল ও অভিনেত্রী রোমানা স্বর্ণাকে গ্রেফতারের খবরে দেশ ও দেশের বাইরে থেকে অনেক যুবক প্রতারিত হয়েছে জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দিচ্ছে। শনিবার রাজধানীল তেজগাঁও বিভাগের ডিসি হারুণ অর রশীদ সাংবাদিকদের এ তথ্য দেন।

ডিসি হারুন বলেন, শুধু সৌদি প্রবাসী কামরুল নয়, তার প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকে। আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেও প্রয়োজনে রোমানাকে আবারও রিমান্ডে নেয়ার আবেদন করা হবে। তিনি আরও জানান, ধনী ব্যক্তিদের টার্গেট করে অর্থ হাতিয়ে নেয়াই ছিলো রোমানার প্রধান ব্যবসা। প্রাথমিকভাবে তার একাধিক স্বামী থাকার কথা জানা গেছে বলেও জানান ডিসি হারুন।
এর আগে শুক্রবার অভিনেত্রী রোমানা স্বর্ণাকে রিমান্ড না দিয়ে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন আদালত। তবে প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যাবে।
শুক্রবার বিকালে তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালত এ রায় প্রদান করেন।
বৃহস্পতিবার লালমাটিয়ার ‘সি’ ব্লকের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মাদপুর থানা পুলিশ। পুলিশ জানায়, ফাঁদ পেতে কামরুল ইসলাম জুয়েল নামে এক সৌদি প্রবাসীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়। কামরুল ইসলাম জুয়েল স্বর্ণার নামে প্রতারণা মামলা দায়ের করেন।
ওই প্রবাসী অভিযোগ করেন, ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে স্বর্ণার পরিচয় ঘটে। এক পর্যায়ে ওই প্রবাসীকে বিয়ে করার প্রলোভনও দেখিয়েছিল স্বর্ণা। নায়িকা স্বর্ণা বিভিন্ন কৌশলে ১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন সৌদি প্রবাসী জুয়েল।
এসএ//এমএইচ