||বঙ্গকথন প্রতিবেদক||
ধর্ষণের একমাস পর বগুড়া সদর থানা এলাকা থেকে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-১২। র্যাবের বগুড়া স্পেশাল কোম্পানীর সদস্যরা সারিয়িকান্দির এই ইউপি সদস্যকে শুক্রবার রাতে গ্রেফতার করে।

র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, সারিয়াকান্দির ওই গৃহবধূর স্বামী মানসিক প্রতিবন্ধী হবার কারণে কামালপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন (৫০) প্রায়ই তাকে উত্যক্ত করতেন। একপর্যায়ে গত ৪ আগস্ট আমজাদ ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে সটকে পড়েন। ১১ আগস্ট এনিয়ে থানায় মামলা হলে ওই ইউপি সদস্য এলাকা থেকে গা ঢাকা দেন। র্যাব-১২’র একটি দল বেশ কিছুদিন ধরেই অভিযুক্ত আমজাদকে গ্রেফতারের জন্য চেষ্টা করছিলো। কিন্তু একেক সময় একেক জেলায় অবস্থানের কারণে তাকে আটক করা সম্ভব হচ্ছিলো না। পরে শুক্রবার রাত ১১টার দিকে র্যাব সদস্যরা বগুড়া সদর থানা এলাকা থেকে আমজাদকে গ্রেফতার করেন।
এমএইচ//