।। জেলা প্রতিবেদক সিরাজগঞ্জ ।।
সিরাজগঞ্জের শাহজাদপুরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাবনার বিএডিসির (পানাসী প্রকল্প) প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূইয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৭ মে সকাল ৭টার দিকে শাহজাদপুর থানার পারকোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাজ্জাদ হোসেন ভূইয়া নরসিংদীর সদর থানার পশ্চিম কান্দাপাড়া মহল্লার সিএনবির ৪৫/১ এর বাসিন্দা এবং মৃত সামাদ মিয়ার ছেলে। তিনি পাবনার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (পানাসী প্রকল্প) নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্বরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, পাবনার বিএডিসির প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূইয়া সকালে শাহজাদপুরে সিড পরিদর্শনে আসেন। এ সময় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় চালকসহ দুইজন আহত হন। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তার পরিবারের লোকজন এলে তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএফ