।। বঙ্গকথন প্রতিবেদক।।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দেশব্যাপী গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু হয়েছে । টিকা প্রদান শুরুর সময় সকাল ৯টা হলেও বিভিন্ন কেন্দ্রে তার আগেই টিকা প্রত্যাশীরা ভিড় জমাতে থাকেন। সকাল ৯টার মধ্যেই অনেক কেন্দ্রে দেখা যায় দীর্ঘ সারি ।
ভিডিও কনফারেন্সে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ প্রদানের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুসারে, আজ থেকে দেশব্যাপী কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ গণটিকা দান কর্মসূচি শুরু হয়েছে। সব সিটি কর্পোরেশন এলাকায় আগস্টের ৭ ও ৮ তারিখে যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তারা একই কেন্দ্রে আজ দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।
অপরদিকে, যারা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন। সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকায় ৭ আগস্ট যারা যে কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছিলেন, প্রত্যেকেই একই কেন্দ্রে আজ দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।