||উপজেলা প্রতিবেদক, শেরপুর (বগুড়া)||
রিকশাচালক জেলহকের হাতে ও গলায় ছুরিকাঘাত করে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই হয়েছিলো বৃহস্পতিবার রাতে। বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে এই ঘটনার পর থেকেই তদন্তে নামে শেরপুর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদের হাতে ছিনতাই হওয়া রিকশাসমেত আটক হয় দুই ছিনতাইকারী।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, শুক্রবার শাহবন্দেগী ইউনিয়নের আঞ্চলিক সড়কে জেলহকের গলা হাতে ছুরিকাঘাত করে তার অটোরিকশাটি ছিনতাই করে যাত্রীবেশী দুই ছিনতাইকারী। ঘটনার পর ওই রাত থেকেই তাদের আটকে অভিযান শুরু করে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যানাগাদ পাশের রায়গঞ্জ উপজেলায় আটক করা হয় ছিনতাইয়ে জড়িত সাগর হাওলাদার ও নয়ন ইসলামকে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ছুরি এবং ছিনতাই হওয়া রিকশাটি। আটক সাগরের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায় আর নয়নের বাড়ি শেরপুরের উলিপুরে।
এমএইচ//