খুচরা বাজারে দাম কমেছে মুরগীর

0 445

প্রায় একমাস ধরে চড়া দামে বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের মুরগি। একমাস পর কিছুটা কমলো বিভিন্ন ধরনের মুরগির দাম।

এছাড়াও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমলেও রোজার মধ্যে বাজার পরিস্থিতি নিয়ে শঙ্কা রয়ে গেছে ক্রেতা ও ভোক্তাদের মনে।

রোজা শুরুর ১২ দিন আগে শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে মুরগির মানভেদে কেজিতে ৫ টাকা থেকে ৬০ টাকা কমেছে বলে বিক্রেতাদের দাবি।

 এই সপ্তাহে ব্রয়লার মুরগি কেজিতে ৫ টাকা কমে ১৫৫ টাকা, লেয়ার মুরগি কেজিতে ২০ টাকা কমে ২০০ টাকায়, সোনালি মুরগি কেজিতে ৬০ টাকা কমে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

সারা বছর ধরে বাজারে ২২০ টাকা থেকে ২৩০ টাকায় সোনালি মুরগি, ১১৫ টাকা থেকে ১৩০ টাকার মধ্যে ব্রয়লার মুরগি, প্রতিকেজি ১৮০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে লেয়ার মুরগি বিক্রি হয়ে আসছিল। তবে মার্চের শুরুতে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে মুরগির মাংসের দাম।

অপরদিকে ৬০০ টাকার নিচে গরুর মাংস কেনা যাচ্ছে না। এই পরিস্থিতিতে বাজার স্বাভাবিক হয়ে আসছে তা কীভাবে বলা যায়?

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More