খালেদা জিয়ার জামিন মেয়াদ বাড়লো ১ বছর

0 215

||রাজ-কথন প্রতিবেদন||

নাশকতার ৫ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরো এক বছর বাড়িয়েছেন হাইকোর্ট। ঢাকার তিনটি এবং নড়াইল ও কুমিল্লার একটি করে মামলায় জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর।

মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মানহানির অভিযোগে ঢাকার ৩টি এবং নড়াইলের মামলায় জামিনের মেয়াদ বাড়ানো আদেশ দেন। অপরদিকে কুমিল্লায় নাশকতার মামলার মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও আডভোকেট রোকনুজ্জামান সুজা। এদিকে নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এসএ//এমএইচ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More