।। রাজকথন প্রতিবেদন।।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জ্বরে ভুগছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে ‘বাজেট-ভাবনা : ২১-২২’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, ‘বৃহস্পতিবার থেকে সাংবাদিকরা আমার কাছে ম্যাডামের শারীরিক অবস্থা কেমন তা জানতে চাইছেন। মোটামুটিভাবে তাঁর শরীরের অন্যান্য যে প্যারামিটারগুলো আছে, সেগুলো আগের মতোই আছে। অন্যদিকে গতকাল থেকে তাঁর জ্বর দেখা দিয়েছে। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করছেন যে হঠাৎ করেই কেন জ্বর এসেছে।’বিএনপি মহাসচিব বলেন, বৃহস্পতিবার রাত থেকে জ্বরের চিকিৎসা শুরু হয়েছে। এরই মধ্যে তাঁকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও সরকারের অনুমতি না পাওয়ায় তা থমকে গেছে। ১১ এপ্রিল করোনা ‘পজিটিভ’ রিপোর্ট আসে খালেদা জিয়ার। ১৫ এপ্রিল তাঁর সিটিস্ক্যান করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন ব্যক্তিগত ও এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। ৩ মে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় খালেদা জিয়াকে।
এসএফ