||রাজ-কথন প্রতিবেদন||
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়তে পারে-এমন মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, খালেদা জিয়ার দণ্ড স্থগিতের জন্য মতামতসহ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার কারাভোগের মেয়াদ ছয় মাস স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয় গত ১৫ মার্চ । সেই মেয়াদ শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর।
সম্প্রতি খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার বোনের উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে আবেদন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন অনুযায়ী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবে কি না-এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, যে ধারায় খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, সেটা সরকারের নির্বাহী আদেশ। আর তার বিদেশে গিয়ে চিকিৎসা নেয়ার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত জানাবে।
এসএ//এমএইচ