।। বিদেশ-বিভূঁই প্রতিবেদন।।
নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন । আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো করোনাকে হালকাভাবে নিয়ে পরিস্থিতিই জটিল করে ফেলেছেন। ফলে বিশ্বের সবচেয়ে বেশি করোনা–আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে সে ভুল এখন শোধরাতে প্রথম থেকেই সচেষ্ট বাইডেন প্রশাসন। জুলাইয়ের শেষ নাগাদ ৩০ কোটি মার্কিন নাগরিককে টিকা দেওয়ার জন্য পর্যাপ্ত কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করতে পারবে ফাইজার—এমনটা জেনে প্রেসিডেন্ট বাইডেন নিজেই চলে যান টিকা প্রস্তুত কোম্পানিটির কারখানায়।
গত শুক্রবার মিশিগানে ফাইজারের টিকা তৈরির প্ল্যান্ট পরিদর্শন করেন বাইডেন। তিনি পুরো কারখানা ঘুরে দেখেন। সেখানে ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রেসিডেন্টকে জানান, শিগগিরই টিকা উৎপাদন দ্বিগুণ করতে পারবেন তাঁরা। বর্তমানে যুক্তরাষ্ট্রে দিনে প্রায় ১৭ লাখ টিকা প্রদান করা হচ্ছে। বাইডেনের লক্ষ্য তাঁর দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে করোনার টিকা প্রদানের। এ সময় ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা জানান, তিনি মনে করেন না যে ফাইজার ভ্যাকসিনের একটি ডোজই যথেষ্ট হবে। যদিও একক ডোজ আগে যতটা ভাবা হচ্ছিল তার চেয়েও বেশি কার্যকর বলে মনে হচ্ছে।এদিকে দায়িত্ব নেওয়ার আগেই কোভিড-১৯ মোকাবিলায় ২ ট্রিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব করেন।