||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়া শহরে এক কিশোরীকে ধর্ষণের মামলায় পুলিশ নবম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছে। মঙ্গলবার শহরের জয়পুরপাড়া এলাকা থেকেই ওই কিশোরকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওই কিশোরকে অভিযুক্ত করে মামলা করেন কিশোরীর মা।
সদর থানা পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর (১৫) মা বোতল কুড়ানোর কাজ করেন। তিনি বাসায় না থাকার সুযোগে কিশোরীকে একা পেয়ে সোমবার ধর্ষণ করে প্রতিবেশী ওই কিশোর (১৬)। বাড়ি ফেরার পর বিষয়টি কিশোরী তার মাকে জানালে তিনি থানায় অভিযোগ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ফজলে ইলাহী জানান, অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে শিশু আদালতে পাঠানো হয়েছে। আর ধর্ষণের শিকার কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জেডটি//এমএইচ