||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়া ও নওগাঁয় শুক্রবার বিদ্যুতসৃষ্ট হয়ে দুজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার বগুড়ার কাহালুতে এক গৃহবধূ এবং নওগাঁর রানীনগরে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন স্থানীয় এক পল্লী চিকিৎসক।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আম্বার হোসেন জানান, শুক্রবার দুপুরে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গৃহবধূ গোলাপী বেগম ঘড় ঝাড়ু দিচ্ছিলেন। এসময় দরজার লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ত্রুটিপূর্ণ বিদ্যুতসংযোগ থাকায় আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্বজনরা অসুস্থ্য গোলাপীকে হাসপাতালে নিলে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ জানিয়েছেন, দুপুরে উপজেলার মাধাইমুড়ী গ্রামের পল্লী চিকিৎসক নুরুজ্জামান পাম্প বসিয়ে বাড়ির পাশের পুকুরের পানি সেচে বাইরে ফেলছিলেন। কাজ করার একফাঁকে পাম্পের তারের সাথে বিদ্যুতায়িত হন তিনি। পরিবারের সদস্যরা তাকে দ্রুত আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।