|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
অধিকৃত কাশ্মীরে সংঘাতে ছয় বিচ্ছিন্নতাবাদী ও এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম ডনে এ খবর মিলেছে। এদিকে পুলিশ বলছে, দুটি গ্রামে ছয় বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। তারা জইশ-ই-মোহাম্মদের সদস্য। এছাড়া বিদ্রোহীদের গুলিতে আহত চার নিরাপত্তা বাহিনীর সদস্যের মধ্যে হাসপাতালে চিকিৎসা নেয়া একজনের মৃত্যু হয়েছে।
কর্মকর্তারা বলছেন, ২০১৯ সালের আগস্ট থেকে হিমালয় উপত্যকাটিতে ৩৪০ বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা, প্রায় ১০০ বেসামরিক নাগরিক ও ৮০ জনের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
স্থানীয় পুলিশ প্রধান বিজয় কুমার ইকনোমিক টাইমসকে বলেন, জঙ্গি গোষ্ঠীতে যোগ দেয়া সত্তর শতাংশ তরুণ হয় নিহত কিংবা গ্রেপ্তার হয়েছে। আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
এই আইনে যে কোনো ব্যক্তিকে বিনাবিচারে অন্তত ছয় মাস বন্দি রাখা হয়। এ সময়ে তাদের জন্য জামিন পাওয়া অসম্ভব।
জেটি//এফএস