||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে সেনা-পুলিশ এবং সিআরপিএফ (CRPF) সদস্যরা। অভিযান চলাকালে সংর্ঘষের সৃষ্টি হলে ঘটনাস্থলে প্রাণ হারান ‘জয়েশ-ই-মোহাম্মদ’র শীর্ষ কমান্ডার শামসুদ্দিন শফি। ভারতীয় নিরাপত্তা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।
গোপন সংবাদের মাধ্যমে দক্ষিণ কাশ্মিরের পালওয়ামা জেলার তিলওয়ানি মহল্লায় এই যৌথ অভিযান শুরু হয়। শুরুতে ওই কমান্ডারকে আত্মসমপর্ণের কথা বলা হয়। কিন্তু সেটি না মেনে অপর দিক থেকে পাল্টা হামলা চালায় চরমপন্হীরা। এতে সংঘর্ষের সৃষ্টি হলে পাল্টাপাল্টি গোলাগুলিতে প্রাণ হারান এর আগে কারদণ্ড ভোগ করা ‘জয়েশ-ই-মোহাম্মদে’র শীর্ষ কমান্ডার শামসুদ্দিন শফি। সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ২০০৪ সালে গ্রেফতার হয়েছিলেন শফি। দুই বছরের কারাদণ্ডও হয়েছিল তার। তার বিরুদ্ধে অস্ত্র কেনাবেচা এবং বিদেশী সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার অভিযোগও ছিলো।
এসএ//এমএইচ