ভারতে মহামারী আকার ধারন করেছে করোনা পরিস্থিতি এসময় মানুষকে আতঙ্কিত না হয়ে পরামর্শ দিয়েছেন শিল্পা শেঠী কুন্দ্রা।
করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করায় মানুষ আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ছেন এ পরিস্থিতি স্বভাবিক থাকার পরামর্শ দিয়েছেন এ শিল্পী।
সোমবার শিল্পা সোশাল সাইটে তার ভক্তদের এবং সকল ভারতীয়কে অনুরোধ করেছেন, এই পরিস্থিতি একেবারেই ধ্বংসাত্মক। এই সকল খবর আমাদের মনের ওপর সাংঘাতিক প্রভাব ফেলে। তবে তার পরেও কিছু ঘটনা শুনি বা দেখি যা অনেকটাই আশ্বাস জাগায়। করোনা রোগীদের জন্যে খাবার, ওষুধ, প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে বহু মানুষ। ডাক্তাররা অনলাইনে করোনা আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধ এবং যাবতীয় পরামর্শ দিচ্ছেন। এসব ঘটনা আমাদের অনেকটাই ভরসা দেয়। এই করোনা যুদ্ধে একে অপরকে সহায়তা করেই জয়ী হওয়ার আশ্বাস রাখেন শিল্পা।
ভারতের করোনা সঙ্কটে অক্সিজেনের ঘাটতি কমাতে শিল্পা যোগ দিয়েছেন ‘মিশন অক্সিজেন’-এ। অভিনেত্রী নিজে অর্থ দান করেছেন এবং নিজের সোশাল মিডিয়ায় সেই লিংক শেয়ার করে তার অনুগামীদেরও অনুরোধ করেছেন দান করার জন্যে। এই অর্থ করোনা রোগীদের জন্যে অক্সিজেন সরবরাহে কাজে লাগবে। ‘মিশন অক্সিজেন’এ বলিউডের আরো অনেক তারকা যেমন- বরুণ ধাওয়ান, তাপসী পান্নু, দিয়া মির্জা, নেহা ধুপিয়া, বিশাল দাদলানি, ইশা দেওল, ফারহান আকতার, মালাইকা আরোরা প্রমুখরা দান করেছেন।